ধানের শীষকে ৩০, নৌকাকে ২০ হাজার টাকা জরিমানা > ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীককের প্রার্থী ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে।
শনিবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ধানের শীষের প্রার্থীকে ৩০ হাজার ও নৌকা প্রতীককের প্রার্থীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, সাইফুল ইসলাম ও রুহুল আমীন দন্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়, আচরণ বিধি লঙ্ঘন করে চর অনুপনগরে মটর সাইকেল শোভাযাত্রা ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাটে পথ সভার পরিবর্তে অতিরিক্ত মাইক ব্যাবহার করে জনসভা করার দায়ে বিএনপি দলীয় প্রার্থীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চর মোহনপুর এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল শোভাযাত্রা করার দায়ে নৌকা প্রতীককের প্রার্থীকে ২০ হাজা টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২৩ সেপ্টেম্বর থেকে প্রচারণা শুরুর পর এই প্রথম কোন প্রার্থীকে অর্থদন্ড করা হলো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৯       
                                                                                  

,