সদর উপজেলা পরিষদ নির্বাচন ॥ কেন্দ্রে কেন্দ্র পাঠানো হলো নির্বাচনী সামগ্রী
সোমবার অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভার ১৫৭টি কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কায়সার মাহমুদ। সোমাবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৯৩ জন পুরষ ও ১ লাখ ৯১ হাজার ২২১ জন মহিলা রয়েছেন। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোট কেন্দ্রে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন থাকবে। র্যাবের পাশাপাশি ৫ প্লাটন বিজিবি কাজ করবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচনে দায়িত্বে যুক্ত হওয়া পুলিশ সদস্যদের সঙ্গে সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৯
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভার ১৫৭টি কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কায়সার মাহমুদ। সোমাবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৯৩ জন পুরষ ও ১ লাখ ৯১ হাজার ২২১ জন মহিলা রয়েছেন। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোট কেন্দ্রে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন থাকবে। র্যাবের পাশাপাশি ৫ প্লাটন বিজিবি কাজ করবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচনে দায়িত্বে যুক্ত হওয়া পুলিশ সদস্যদের সঙ্গে সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৯