উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যানে ৮জন করে মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা।
বৃস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মী ও সর্মথকদের সঙ্গে নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, নাহিদ ইসলাম রাজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, তসিকুল আলম, বিএনপি’র নেতা নজরুল ইসলাম, মুন্সি নজরুল ইসলাম, যুবলীগ নেতা মনির হোসেন বকুল,  শাহনেওয়াজ কবির দুলাল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মহিলালীগের নেত্রী  শরিফা খাতুন বেবী,  তাসলিমা খাতুন, সদর উপজেলা মহিলালীগের সভাপতি মাতুয়ারা বেগম, সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক  নাসরিন খাতুন, রজনী খাতুন, আমনুরা বুলন্দশাহ কলেজের সহকারী অধ্যাপক দিলশাদ তাহমিনা বেগম মিমি, বিএনপি নেত্রী শরিফা খাতুন ডেজী,  নাজনীন নাহার।
শেষ দিনে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
আগামী ১৪ অক্টোবর ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হবে।











চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯

,