উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন তোতা
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
শহরের নিমতলা মোড়স্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক সমর্থক জামায়েত হওয়ার পর তার কর্মী সমর্থকরা শহরে ‘শো-ডাউন’ করেন। কর্মী সমর্থকদের শহরে ‘শো-ডাউন’ চলাকালে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে সহধর্মীনিসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এদিকে, শহওে বৃষ্টি মাথায় নিয়ে কর্মী সমর্থকদের শো-ডাউন শেষে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সমাবেশ করা হয়। এতে জিয়াউর রহমান তোতাসহ সাবেক শ্রমিক লীগ নেতা শাহজালাল শাহীন বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
শহরের নিমতলা মোড়স্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক সমর্থক জামায়েত হওয়ার পর তার কর্মী সমর্থকরা শহরে ‘শো-ডাউন’ করেন। কর্মী সমর্থকদের শহরে ‘শো-ডাউন’ চলাকালে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে সহধর্মীনিসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এদিকে, শহওে বৃষ্টি মাথায় নিয়ে কর্মী সমর্থকদের শো-ডাউন শেষে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সমাবেশ করা হয়। এতে জিয়াউর রহমান তোতাসহ সাবেক শ্রমিক লীগ নেতা শাহজালাল শাহীন বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৯