বজ্রপাত প্রতিরোধে সেভ দ্য নেচারের তাল বীজ বপনের উদ্বোধন
পরিবেশ রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে শুক্রবার তাল বীজ বপন করা হয়েছে। বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকায় পরিবেশ প্রতিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য নেচারের আয়োজনে তাল বীজ বপনের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য নেচারের প্রধান সমন্বয়ক রবিউল হাসান ডলার, সমন্বয়ক শহীদুল হুদা অলক, তৌহিদুজ্জামান, এম আব্দুল্লাহ, রাকিবুল করিম ডিগন, কায়সার ইমান, মাসরুকুজ্জামান, সেলিম রেজা, ওবায়েদ আলী, বিপ্লব কুমার দে, মোস্তাক আলী, আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ, পলাশ, রাজিব কোল।
পরিবেশ রক্ষা বজ্রপাত প্রতিরোধে ৩শ’ ৩০টি তাল বীজ বপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-১৯
পরিবেশ রক্ষা বজ্রপাত প্রতিরোধে ৩শ’ ৩০টি তাল বীজ বপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-১৯