শিবগঞ্জ সীমান্তে ৪ হাজার ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র পৃথক ২টি অভিযানে শুক্রবার ৪ হাজার পিস ইয়াবা ও ১শ’ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুবুর রহমান খান, পিএসসি এক প্রেসনোটে জানান, সকালে ওয়াহেদপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার হেলাল উদ্দিন শেখ এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের ১২নং পাকা ইউনিয়নের শিয়াল পাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার  আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এদিকে অপর অভিযানে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গংগারামপুর নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১শ’ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৯-১৯

,