স্কুলের রিফাইয়া খাতুন এফিডেভিটে তাজকেরা খাতুন হয়ে বধুবেশে গেল শশুড়বাড়ি
স্কুলে নাম তার রিফাইয়া খাতুন। বয়স মাত্র ১১ থেকে ১২। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের প্রত্যান্ত এলাকা পারদিলালপুরের এই মেয়েটির বিয়ে হয়ে গেল নাম পরিবর্তন করে। সেই সঙ্গে এফিডেভিটে বাড়ল বয়সও। রিফাইয়া খাতুন (১১) হলে গেল তাজকেরা খাতুন (১৯)। অতঃপর বধুবেশে গেল শশুড়বাড়ি।
স্থানীয়রা জানায়, শাহবাজপুরের ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ক শাখার ছাত্রী রিফাইয়া খাতুন। শিশু বয়সেই পরিবারের লোকজন তার বিয়ের আয়োজন করে একই গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহবুলের সঙ্গে। বিয়ের দিন নির্ধারিত হয় শুক্রবার। কিন্তু বিয়ে আয়োজনের বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে পড়লে প্রশাসনিক বাধার কথা চিন্তা করে ‘বর-কনে’ পরিবারের লোকজন কৌশলী হয়ে গোপনে আশ্রয় নেয় এফিডেভিটের। স্ট্যাম্প নম্বর কগ- ৬৬৭৯৮৫৩, এফিডেভিট নম্বর ০০০০০৬৮৯, তারিখ ০২-০৪-২০১৫ ইং এর মাধ্যমে রিফাইয়ার নাম বলা হয় তাজকেরা খাতুন। তবে, ধোবরা আনক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাইয়া খাতুন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। শ্রেণী কক্ষে তার রোল নম্বর ৬৭।
এদিকে, আগে থেকে বিয়ের দিন শুক্রবার নির্ধারিত থাকলেও বিয়ে দেয়া হয় এফিডেভিটের দিন অর্থাৎ একদিন আগেই বৃহস্পতিবার।
অন্যদিকে, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বাল্য বিয়ে রোধ করতে শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দীনের নেতৃত্বে পুলিশ পারদিলালপুরের কনের পিতা আবু বকরের বাড়িতে গেলে তাদের হাতে ধরিয়ে দেয়া হয় এফিডেভিটের কপি। প্রেক্ষিতে বাল্য বিয়ে রোধ করতে না পেরে এফিডেভিটের কপি হাতে নিয়ে ফিরে আসতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৫
স্থানীয়রা জানায়, শাহবাজপুরের ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ক শাখার ছাত্রী রিফাইয়া খাতুন। শিশু বয়সেই পরিবারের লোকজন তার বিয়ের আয়োজন করে একই গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহবুলের সঙ্গে। বিয়ের দিন নির্ধারিত হয় শুক্রবার। কিন্তু বিয়ে আয়োজনের বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে পড়লে প্রশাসনিক বাধার কথা চিন্তা করে ‘বর-কনে’ পরিবারের লোকজন কৌশলী হয়ে গোপনে আশ্রয় নেয় এফিডেভিটের। স্ট্যাম্প নম্বর কগ- ৬৬৭৯৮৫৩, এফিডেভিট নম্বর ০০০০০৬৮৯, তারিখ ০২-০৪-২০১৫ ইং এর মাধ্যমে রিফাইয়ার নাম বলা হয় তাজকেরা খাতুন। তবে, ধোবরা আনক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাইয়া খাতুন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। শ্রেণী কক্ষে তার রোল নম্বর ৬৭।
এদিকে, আগে থেকে বিয়ের দিন শুক্রবার নির্ধারিত থাকলেও বিয়ে দেয়া হয় এফিডেভিটের দিন অর্থাৎ একদিন আগেই বৃহস্পতিবার।
অন্যদিকে, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বাল্য বিয়ে রোধ করতে শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দীনের নেতৃত্বে পুলিশ পারদিলালপুরের কনের পিতা আবু বকরের বাড়িতে গেলে তাদের হাতে ধরিয়ে দেয়া হয় এফিডেভিটের কপি। প্রেক্ষিতে বাল্য বিয়ে রোধ করতে না পেরে এফিডেভিটের কপি হাতে নিয়ে ফিরে আসতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৫