নাচোলে বাল্য বিয়ে রোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ে রোধ বিষয়ে সিএমইএস এর কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
শুক্রবার বিকেলে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর সিএমইএস কার্যালয়ে অগ্রসর সংগঠন ও চেঞ্জমেকার কমিটিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এলাইপুর ইউনিট অর্গানাইজার আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবক ও সিএমইএস’র ডোনার আলহাজ্ব ফয়েজ উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন বদ্ধাই চন্ডিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সোলাইমান, অর্গানাইজার জেন্ডার মশিউর রহমান, শিক্ষক মাইনুল ইসলাম, মনিরা খাতুন ও মাসুমা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও কিশোরীরা উপস্থিত ছিলেন। উলে¬খ্য যে, বে-সরকারী উন্নয়ন সংস্থা সিএমইএস’র অগ্রসর সংগঠন ও চেঞ্জমেকার এর সদস্যরা ইতোপূর্বে নাচোল উপজেলার মাক্তাপুর, খান্দুরাসহ বিভিন্ন গ্রাম বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করেন। তারই ফলোআপ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৩-০৪-১৫