ভোলাহাটে বিদ্যুৎ গেলে আসেনা ৬/৭ ঘন্টা

ভোলাহাটে বিদ্যুৎ গেলে আসে ৬/৭ ঘন্টা পর। এতে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসিকে। সোমবার সকাল প্রায় ১১ টায় বিদ্যুৎ চলে গেলে বিকেল ৫টা ২১মিনিটের সময় বিদ্যুৎ আসে। ফলে অফিস, দোকান-পাঠসহ বিভিন্ন কাজে র্দূভোগে পড়েন এবং অতিরিক্ত গরমে হিমসিম খেতে হয় উপজেলাবাসিকে।
এলাকাবাসি অভিযোগ করে বলেন, বিদ্যুৎ চলে গেলে স্থানীয় অভিযোগ কেন্দ্রে ফোন করলে তারা ফোন রিসিভ করেন না। মাঝে মধ্যে ফোন রিসিভ করলে মেইন লাইনের সমস্যা আছে বলে দায় সারার চেষ্টা করেন। তারা বলে না কখন বিদ্যুৎ আসবে। এলাকাবাসি দাবী করেন, বিদ্যুৎ সংক্রান্ত কোন কাজ করার জন্য সংযোগ বিছিন্ন থাকলে তা বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের পূর্বে জানিয়ে দিলে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন। কিন্ত পল্লী বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কোন মূল্যায়ন না করে তাদের ইচ্ছে মত গ্রাহকদের সাথে র্দূব্যবহার করে যাচ্ছেন। এ দিকে র্দীঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য রাখা ফ্রীজের ঔষধ, প্রানি সম্পদ বিভাগের ফ্রীজে  রাখা ভ্যাকসিন নষ্ট হওয়ার আশংকা থাকে। বাসা বাড়ীর ফ্রীজ ও কম্পিউটার এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের চরম বেহাল হতে হয়। এলাকাবাসি পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীন না হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার দাবী করেছেন। @ গোলাম কবির

, ,