মোবাইল ফোনে প্রেম > অতঃপর জরিমান ১ লাখ টাকা

তথ্য প্রযুক্তির বর্তমান যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন। যার ফলে এখন দেশ-বিদেশের সাথে সহজেই কথা বলার পাশাপাশি তথ্য আদান-প্রদান করা যায়। ডিজিটাল যুগের এই মোবাইল ফোনে তথ্য আদান-প্রদানের সঙ্গে ভাব আদান-প্রদান অর্থ প্রেম করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে দিতে হয়েছে জরিমানা বাবদ ১ লাখ টাকা। দন্ডপ্রাপ্ত যুবকের নাম ফারম্নক আহম্মেদ (২৬)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাগচীপাড়া গ্রামের আবদুল হামিদ এর ছেলে। শনিবার উপজেলার দূর্লভপুর ইউনিয় পরিষদে সালিশের মাধ্যমে তাকে এই জরিমানা করা হয়।
স'ানীয়রা জানায়, একই উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকার রজবুল আলীর ২৩ বছর বয়সী মেয়ের সাথে ১০ সেপ্টেম্বর মোবাইল ফোনে প্রথম আলাপ হয় যুবক ফারম্নকের এবং মোবাইল যোগাযোগের কারণে রজবুলের মেয়ে ঐ যুবককে তার বাড়ীর নিকট ডাকে। কিন' সে ঐ দিন যেতে না পারায় ১২ সেপ্টেম্বর দেখা করতে যায় মেয়ের সাথে। এসময় তাদের দু’জনকে এক সাথে দেখতে পেয়ে এলাকাবাসী হাতে-নাতে ধরে তাদের ইউনিয়ন পরিষদে আটকে রাখে। শনিবার ইউ.পি চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে সারাদিন চলা সালিশী বৈঠকে ঐ যুবককে ৯০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় পক্ষের লোকজনই উপসি'ত ছিলেন।

,