সরকারি কলেজে ছাত্রী উত্যক্ত করার দায়ে দু’জনকে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রী উত্যক্ত করার দায়ে দু’ যুবককে গতকাল রোববার ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মোহাম্মদ হাদি (১৯) ও একই এলাকার শিষ মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (২০)।
কলেজ সূত্র জানায়, হাদি ও মজিবুর পেশায় রং মিস্ত্রি। তারা কলেজের দুই ছাত্রীকে উত্যক্ত করে। এমনকি তাদের মাথার ক্লিপও খুলে নেয়। ওই সময় ওই দুই শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে হাদি ও মজিবুরকে ধরে ফেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, দুপুরে সদর থানা পুলিশের একটি দল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রী উত্যক্ত করার সময় হাদি ও মজিবুরকে আটক করা হয়।  পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদলতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুলস্নাহ আল মামুন দু’জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করে।

,