সাঈদী’র মুক্তির দাবিতে নিরুত্তাপ হরতাল পালন > ১২ জন আটক

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী’র মুক্তির দাবিতে জামায়াতের ডাকা রোববারের হরতাল চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে শহরের নিমতলা এলাকায় থেকে হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাতেন খাঁ’র মোড়ে গিয়ে শেষ করে।
হরতালে দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটে যান চলাচল বন্ধ ছিল। তবে, শহরে ছোট ছোট যান চলা করেছে। প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ থাকরেও টানা বৃষ্টির ভেতর পালন হওয়া এই হরতালে শহরের জনজীবন ছিল প্রায় স্বাভাবিক।
এদিকে হরতালের আগের রাতে পুলিশ ১২ জন জামায়াত শিবির কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, পৃথক পৃথক অভিযান থেকে জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা থেকে এদের আটক করা হয়।
অন্যদিকে আমাদের শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম জানিয়েছে, শিবগঞ্জে নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। দোকানপাট, অফিস, ব্যাংক খোলা থাকলে উপস্থিতি কম ছিল। সকালে শিবগঞ্জ উপজেলার পৌর এলাকায়, ইসরাইল মোড়, রসুলপুর, কানসাটে খন্ড খন্ড মিছিল বের হয়। সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী কোন ট্রাক ছেড়ে যায়নি।

,