শিবগঞ্জে ব্রিজের টোল আদায় কে কেন্দ্র করে সংঘর্ষ ককটেল বিষ্ফোরণ আহত-১৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন গোপাল ঘাটে টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে রোববার ঘাট ইজারাদার ও গ্রাম বাসীর সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাতে  গোপালপুর ঘাট এলাকার স্থানীয় একজন ধান ব্যবসায়ীল সাথে ট্রলির টোল আদায় নিয়ে কথা কাটাকাটি হলে ঐ রাতেই স্থানীয়রা কয়েকজনকে ঘাটে এসে ইজারাদারদেরকে  হুমকী দিয়ে যায়। এর জের ধরে গত শনিবার ২০সেপ্টেম্বর সাহাপাড়া হাটে ঘাট ইজারাদারদের লোকজন গোপালপুর গ্রামের খাইরুল ইসলামকে মারপিট করে। এ ঘটনার মিমাংসার জন্য রবিবার সকালে মনাকষা ইউপি সদস্য ডালিম মেম্বার, মফিজুল ইসলাম কান্টু মেম্বারের সাথে আলোচনার জন্য  মনাকষা ইউপি আসার পথে গোপালপুর ঘাটে পৌঁছা মাত্র ঘাট ইজারাদার তাদের সঙ্গীয় লোকজনের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে  উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩জন আহত হয়। আহতরা হলো শামসুল আলম (৫০), টুলু (২৫), কাকুল (৪০), রহিম (২৫), ইব্রাহিম (২০), রুকুল (১২), বাবু, আজিজুর রহমান।
পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মনাকষা ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিতি হয়ে পরিস্থিতি শান্ত করে। @ সফিকুল ইসলাম সফিক

,