কসবা ইউপি নির্বাচন > কোন্দলে ডুবলো আ.লীগ, জিতলো বিএনপি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সালাম ১৯৫২ ভোটের ব্যবধানে বেসরকরিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী চেয়ারম্যানের স্থানীয়ভাবে ‘ক্লিন ইমেজ’ থাকলেও নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের তীব্র কোন্দলেই দলীয় সমর্থিত প্রার্থীর ভরাডুবি ঘটেছে।
বিজয়ী আব্দুস সালামের কাছের প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতীহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে এলে ভোটার উপস্থিতি বেড়ে যায়। বেলা ১১ টার দিকে বেশ কিছু কেন্দ্রে লাইন ধরে নারী-পুরুষদের ভোট দিতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কেন্দ্রগুলোয় উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ শেষে বে-সরকারি ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ান জানান, আব্দুস সালাম (তালা প্রতীক) ৬ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (আনারস)। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।
কসবা ইউপি উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আব্দুস সালাম বিএনপি সমর্থিত। তিনি এর আগে দুইবার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। অন্য প্রার্থী অ্যাডভোকেট গোলাম মোস্তফা আওয়ামী লীগ সমর্থিত, মোবারক আলী জামায়াত সমর্থিত। এছাড়া আওয়ামী লীগের অন্য দুই বিদ্রোহী প্রার্থী হলেন মুসলিম উদ্দিন মাস্টার ও রাশেদুল ইসলাম।
বিজয়ী আব্দুস সালামের কাছের প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতীহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে এলে ভোটার উপস্থিতি বেড়ে যায়। বেলা ১১ টার দিকে বেশ কিছু কেন্দ্রে লাইন ধরে নারী-পুরুষদের ভোট দিতে দেখা গেছে। নির্বাচন উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কেন্দ্রগুলোয় উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ শেষে বে-সরকারি ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ান জানান, আব্দুস সালাম (তালা প্রতীক) ৬ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বি ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (আনারস)। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।
কসবা ইউপি উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আব্দুস সালাম বিএনপি সমর্থিত। তিনি এর আগে দুইবার ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। অন্য প্রার্থী অ্যাডভোকেট গোলাম মোস্তফা আওয়ামী লীগ সমর্থিত, মোবারক আলী জামায়াত সমর্থিত। এছাড়া আওয়ামী লীগের অন্য দুই বিদ্রোহী প্রার্থী হলেন মুসলিম উদ্দিন মাস্টার ও রাশেদুল ইসলাম।