রাত দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ

চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। রাত দিন একটানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকার নিম্নএলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকার ধানক্ষেতসহ অন্যান্য ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় সিংহভাগ সময় পানিতে তলিয়ে থাকছে অধিকাংশ সড়ক।
গেল তিনদিন ধরে চলা বৃষ্টির কারণে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক জনশূন্য হয়ে থাকছে। হাট-বাজারগুলোতেও লোকজনের চলাচল কমে গেছে। স্কুল-কলেজ ও অফিস আদালতেও উপস্থিতি ছিল অনেক কম। জরুরী কাজ ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারছে না। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির ফলে ক্ষেতে পোকামাকড় ধরতে পারবে না। তবে বৃষ্টি একটানা কয়েকদিন থাকলে আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হবে। এদিকে টানা বৃষ্টিতে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন মাঠের মাসকলাইয়ের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক জানান, গত ২ দিনের বর্ষণের ফলে মাঠের শতকরা ১০ ভাগ মাসকলাই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বৃষ্টি ছেড়ে গেলে আর ক্ষতির আশঙ্কা নেই। এছাড়াও ভারী বর্ষণের ফলে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

,