সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টুর মৃত্যু বার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টুর ১৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সেন্টু স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার সকাল ৭টায় ফকিরপাড়া ঈদগাহ ময়দানে কোরআন খানি, সকাল ৯টায় বটতলাহাট গোরস্থানে কবর জিয়ারত এবং বিকালে বাদ আসর শহীদ সাটু হলে মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন, সেন্টু স্মৃতি সংসদের সভাপতি শফিকুল আলম ভোতা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, মাওলানা আব্দুল বাশির, জেলা ট্রেড এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব বাবলুল হক, মাসিদুল হক মাসুদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।