শিবগঞ্জে মহিলার হাত বাধা লাশ উদ্ধার
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ এলাকার একটি আম বাগান থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, স'ানীয় সূত্রে খবর পেয়ে সেলিমাবাদ এলাকার মৃতঃ জয়নালের আম বাগান থেকে পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কালু মন্ডলের মেয়ে শেরিনা বেগমের (৪২) লাশ উদ্ধার করে। মহিলার দুই হাত তার পরণের কাপড় দিয়ে আম গাছের ডালের সাথে বাঁধা ছিল। ধারনা করা হচ্ছে বুধবার গভীর রাতে তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদনেত্মর জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।