শিবগঞ্জ-ভোলাহাট সড়কে ডাকাতির কবলে সাংবাদিকের পিতা

শিবগঞ্জর কাশিয়াডাঙ্গা নামক স'ানে বৃহস্পতিবার ভোরে ডাকাতির কবলে পড়েছেন এক সাংবাদিকের পিতা। ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকাসহ মটরসাইকেল ডাকাতি করে নিয়েছে।
স'ানীয়রা জানায়, ভোলাহাটের পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্পে নির্মাণ কাজ শেষ করার পর রাজশাহীর হরগ্রামের বাসিন্দা মাইটিভির প্রতিনিধি শাহরিয়ার অনত্মরের পিতা ইয়াহিয়া সরকার (৫২) ও একই এলাকার আব্দুল আওয়ালের ছেলে আব্দুল করিম (৩৯) বৃহস্পতিবার  ভোর পৌনে চার দিকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। তারা ভোলাহাট-শিবগঞ্জ রোডের  কাশিয়াডাঙ্গা নামক স'ানে এসে পৌছলে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত দল তাদের গতিরোধ করে তাদের মারপিট করে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, একটি আংটি ও ১০০ সিসি’র নম্বরবিহীন টিভিএস মটরসাইকেল ডাকাতী করে নেয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় রজব আলীসহ ৮/১০ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার আব্দুস সবুর খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।  উল্লেখ্য ওই স'ানে এর আগেও বহুবার ডাকাতির ঘটনা ঘটেছে। @ সফিকুল ইসলাম সফিক

, ,