আর রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জেই মেশিন রিডেবল পাসপোর্ট

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ভবনে অবসি'ত আঞ্চলিক পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে সাধারণ মানুষের পাসপোর্র্টের জন্য আবেদন করার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরম্ন হয়। শুরম্নর দিনে পাসপোর্টের আবেদন করার দ্বিতীয় জনের তালিকায় রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রসাশকের স্ত্রী। এই সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর, স'ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আফজাল হোসেন উপসি'ত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরম্ন হওয়ায় এই অঞ্চলের পাসপোর্ট প্রত্যাশিদের আর রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে যেতে হবে না। এতোদিন পাসপোার্টের জন্য আবেদনকারীদের বিভাগীয় শহর রাজশাহী গিয়ে পাসপোর্ট করতে হতো। যাতায়াতসহ নানান ধরনের চরম ভোগানিত্মর মধ্যে পোহাতে হতো সাধারণ মানুষকে। এখন থেকে ঘুচবে সেই দীর্ঘ দিনের ভোগানিত্ম।  

,