গোমস্তাপুর সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বিজিবি জানায়, সকাল ১০টার দিকে বিভিষন সীমানেত্মর ২১৯/৭১ আর পিলার থেকে ১কিঃমিঃ বাংলাদেশের অভ্যনত্মরে বড় বিলের পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিজিপিকে খবর দিলে বিভিষন ক্যাম্পের টহল দল ঘটনাস'লে উপসি'ত হলে দেখে লাশটিকে দুইজন মানুষ নৌকায় করে বাংলাদেশের দিকে নিয়ে আসছে। এ সময় বিজিবি টিম দেখে নৌকায় লাশ ফেলে ঐ দুই জন পালিয়ে যায়। তবে ঐ দুই জন কে বা কারা তা জানা যায়নি।
এদিকে গোমসত্মাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, রবিবার দুপুর ১টার দিকে বাংলাদেশের অভ্যনত্মরে লালমাটিয়া নামকস'ানে বড় বিলের পানিতে নৌকার উপর থেকে আসাদুলের লাশ উদ্ধার করে। পরে তা ময়না তদনেত্মর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাতপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সূত্র জানায়, আসাদুল কিভাবে নিহত হয়েছে তা বিজিবি ও পুলিশ নিশ্চিত হতে পারেনি। এটি বিএসএ হত্যাকান্ড নাকি অন্য কিছু তাও জানা যায়নি।
এ ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ময়না তদনেত্মর পর আইনানুগ ব্যবস'া গ্রহণ করা হবে বলে জানান ওসি ফিরোজ। এ ব্যাপারে গোমসত্মাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। @ আব্দুস সালাম তালুকদার