সাঈদী’র আপিলের রায় > নাচোল পৌর জামায়াতের আমীরসহ ৭ জন আটক (বিস্তারিতসহ)
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী’র আপিলের রায় ঘোষণাকে সামনে রেখে মঙ্গলবার দিবগত রাতে পুলিশ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাচোল পৌর জামায়াতের আমীরসহ ৭ জনকে আটক করেছে।
আটক হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, নাচোল পৌর জামায়াতের আমীর খলিলুর রহমান, শিবির কর্মী মোজাহিদ ইসলাম।
পুলিশ জানায়, নাশকতার আশংকায় খলিলুরকে নাচোলের মাদ্রাসা পাড়ার নিজ বাড়ি থেকে রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়। এছাড়া শিবগঞ্জের কানসাট থেকে সারোয়ার হোসেন নামের আরো এক জামায়াত নেতাকে আটক করেছ পুলিশ। পুলিশ জানায়, সারোয়ারকে কানসাট মর্ডান হোমিও দোকানের পাশ থেকে আটক করা হয়। সারোয়ারের বিরুদ্ধে নাশকতার ৪টি মামলা রয়েছে। পূলিশ সূত্র জানায়, অাটককৃত অন্যদের বিরুদ্ধেও নাশকতার মামলা রয়েছে। এদিকে, রায় ঘোষণাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে আইন শৃংখলা পরিসি'তি স্বাভাবিক রাখতে রাত থেকেই শহরে টহল দিচ্ছে যৌথ বাহিনী। সূত্র জানিয়েছে, সকাল টহলে যোগ হবে ৮ পস্নাটুন বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের
বিভিন্ন স্থান থেকে জামায়াতের পৌর আমীরসহ সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে
পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে শিবগঞ্জে তিন জন, নাচোলে দুই জন, সদরে একজন ও
ভোলাহাটের একজন রয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নাচোল পৌর জামায়াতের আমির খলিলুর রহমান (৫২) সহ দুইজনকে নাচোল বাজার থেকে রাত ১০টায় গ্রেফতার করা হয়। এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, কানসাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সারোয়ার ইসলামকে কানসাট বাজার থেকে এবং অপর দুইজনকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/17/30996#sthash.tyzJ5mfO.9Cmtvo8S.dpuf
আটককৃতদের মধ্যে শিবগঞ্জে তিনজন, নাচোলে দু’জন ও সদর ও ভোলাহাটে একজন করে রয়েছেনাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নাচোল পৌর জামায়াতের আমির খলিলুর রহমান (৫২) সহ দুইজনকে নাচোল বাজার থেকে রাত ১০টায় গ্রেফতার করা হয়। এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, কানসাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সারোয়ার ইসলামকে কানসাট বাজার থেকে এবং অপর দুইজনকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
- See more at: http://www.bd-pratidin.com/2014/09/17/30996#sthash.tyzJ5mfO.9Cmtvo8S.dpuf
আটক হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, নাচোল পৌর জামায়াতের আমীর খলিলুর রহমান, শিবির কর্মী মোজাহিদ ইসলাম।
পুলিশ জানায়, নাশকতার আশংকায় খলিলুরকে নাচোলের মাদ্রাসা পাড়ার নিজ বাড়ি থেকে রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়। এছাড়া শিবগঞ্জের কানসাট থেকে সারোয়ার হোসেন নামের আরো এক জামায়াত নেতাকে আটক করেছ পুলিশ। পুলিশ জানায়, সারোয়ারকে কানসাট মর্ডান হোমিও দোকানের পাশ থেকে আটক করা হয়। সারোয়ারের বিরুদ্ধে নাশকতার ৪টি মামলা রয়েছে। পূলিশ সূত্র জানায়, অাটককৃত অন্যদের বিরুদ্ধেও নাশকতার মামলা রয়েছে। এদিকে, রায় ঘোষণাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে আইন শৃংখলা পরিসি'তি স্বাভাবিক রাখতে রাত থেকেই শহরে টহল দিচ্ছে যৌথ বাহিনী। সূত্র জানিয়েছে, সকাল টহলে যোগ হবে ৮ পস্নাটুন বিজিবি।