শহীদ সাটু হলে শুরম্ন হলো ৪ দিনের কর মেলা

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে ৪ দিন ব্যাপি আয়কর মেলা শুরম্ন হয়েছে। সকালে এই মেলার উদ্বোধন করেন, রাজশাহী অঞ্চলের আপিলাত রেঞ্জ-১-এর অতিরিক্ত কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম।
চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী কর কমিশনার শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন,  নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, এফবিসিআই-এর পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মো. ফেরদৌস আলম বলেন, এই জেলায় ১২ হাজার টিআইএন থাকলেও রির্টান পড়ে মাত্র ৫ হাজার। এটা বাড়াতে হবে। তানা হলে দেশকে এগিয়ে নেয়া যানা। করপ্রদান করার মত যাদের সামর্থ আছে এমন ব্যক্তিদের নিয়মিত কর প্রদানের আহবান জানান তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর এই মেলা শেষ হবে। উলেস্নখ্য, গতকাল সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত আয়কর দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আমদানীকারক তাজাম্মুল হক, সদরের সিএন্ডএফ এজেন্ট আব্দুল মালেক ও শিবগঞ্জের সেলিম রেজা সর্বোচ্চ কর দিয়ে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেয়েছেন। এছাড়াও দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে শহরের রহিম বুক ডিপোর জয়নুল আবেদীন মটোর পার্টস ব্যবসায়ি দানিউ হক নির্বাচিত হয়েছেন এবং তাদের সম্মাননা দেয়া হয়।
এ দিকে আয়কর মেলা উপলড়্গে জেলা সুপ্র শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

,