এইচএসসির ফলাফলে এবারো শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ

এইচএসসির ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বরাবরের মত এবারো শীর্ষে রয়েছে নবাবগঞ্জ সরকারী কলেজ এই কলেজ থেকে সর্বাধিক ১৪৯ জন শিক্ষার্থী জিপিএ- পেয়েছে তবে জেলায় শীর্ষ- শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান হয়নি নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজ শিবগঞ্জের আদিনা সরকারী ফজলুল হক কলেজের দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে একযোগে প্রকাশ করা হয় এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ফল জানতে শিক্ষার্থী অভিভাবরা ভীর করেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বরাবরের মত এবারো ইর্ষনীয় ফল করে চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ স্থান দখল করেছে নবাবগঞ্জ সরকারী কলেজ এই কলেজ থেকে এবার ৯৪৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৮২ জন জিপিএ- পেয়েছে ১৪৯ জন শিক্ষার্থী ফলাফল ঘোষনার পর আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন কলেজটির শিক্ষক শিক্ষার্থীরা মুসলধারে শ্রাবনের বৃষ্টিও বাধ সাধতে পারেনি তাদের আনন্দ উল্লাসে নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন জেলায় শীর্ষে এই কলেজের নাম থাকায় দারুন উচ্ছাসিত তিনি এদিকে জন জিপিএ- পেয়ে চাঁপাইনবাবগঞ্জের সেরা- দ্বিতীয় অবস্থানে রয়েছে রহনপুর ইউসুফ আলী কলেজ এছাড়া নাচোল মহিলা কলেজ থেকে ১২ জন, ভোলাহাট মোহবুবুল্লাহ ডিগ্রি কলেজ থেকে ১১ জন নবাবগঞ্জ সিটি কলেজ থেকে জন শিক্ষার্থী জিপিএ- পেয়ে জেলার শীর্ষ- স্থান পেয়েছে তবে এই তালিকায় স্থান হয়নি জেলার অপর দুই সরকারী কলেজ, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজ আদিনা সরকারী ফজলুল হক কলেজের

, ,