শিবগঞ্জে গনপিটুনিতে ২ ডাকাত নিহত
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুর রহমান জানান উপজেলার শিবগঞ্জ ধাইনগর সড়কের মর্দনা এলাকায় বুধবার সাড়ে সাতটার দিকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ধাইনগরের দিকে পালিয়ে যায় তিন ডাকাত। এসময় ডাকাতির শিকার ওই মটর সাইকেল চালক মোবাইল ফোনে ধাইনগরের লোকজনকে বিষয়টি জানালে ধাইনগরের মহানন্দা নদীর ঘটে স'ায়ীয়রা দুই ডাকাতকে ধরে ফেলে ও গনপিটুনী দেয়।
পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্্ের ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস'ায় তারা মারা যায়। নিহতের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি ও কেউ হাসপাতালে সনাক্ত করতে আসেনি বলেও জানান তিনি।