বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল > দু’ খেলায় জয়ী নয়ানশুকা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায়  হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৪ শুরু হয়েছে। বুধবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, আব্দুল বারেক, মুসলেমা বেগম, নার্গিস জামান, সিদ্দিকা সিরাজুম মনিরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এনামুল হক তুফান, শিক্ষক মাহফুজুর রহমান, সইবুর রহমান, মনোয়ারা খাতুনসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ।
উদ্বোধনী খেলায় ছেলে-মেয়ে উভয় বিভাগে নয়নশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে। ছেলেদের বিভাগে তারা ৫-০ গোলে চরজোতপ্রতাপ প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। দলের পক্ষে তানভির ২টি, ওয়ালিউল, মাসুদ ও ইসমাইল ১টি করে গোল করে। অপর দিকে মেয়েদের বিভাগে তারা ১-০ গোলে চরজোতপ্রতাপ প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে ইয়াসমিন। খেলা পরিচালনা করেন- শামসুল আলম, আনিসুর রহমান কামাল, টিটো। টুর্নামেন্টে ছেলে- মেয়ে  উভয় বিভাগের মোট ৪৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬টি দল অংশগ্রহণ করছে। ৥ শহিদুল ইসলাম সুয়েল

,