কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে টোল আদায়ের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে টোল আদায়ের মধ্যদিয়ে বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ট্রাক টার্মিনাল চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমনিুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদুল হাসান প্রমুখ। পরে প্রধান অতিথি টোল আদায় উদ্বোধন করেন।