সরকারের সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

সরকারের সম্প্রচার নীতিমালা জারির প্রতিবাদে ও নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের একাংশ।
বিকেলে পৌর ও সদর থানা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ সাটু হল মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা  শামসুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজউদ্দিন, যুবদল নেতা সাদিউল হক রনজু প্রমুখ।
অপর দিকে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুব দলের একাংশ বিক্ষোভ মিছিল বের করে এবং বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, তৌহিদ আহমেদ,রাজা বাবু,আসলাম,সাজেমান আলী প্রমুখ। 

,