শিবগঞ্জে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রম্নপের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে বুধবার মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে স'ানীয় দু’গ্রম্নপের সংঘর্ষে অনত্মত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ ককটেল বিষ্ফোরণে ঘটনাও ঘটেছে।
স'ানীয়রা জানান, বিনোদপুরের শাহজাহান আলী ও জিয়াউর রহমানের মধ্যে মাদক ব্যবসার টাকা নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে বিকেলে উভয় পড়্গ লাঠি সোটা,ইট পাটকেল ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ককটেলের আঘাতে বিবদমান দু’গ্রম্নপ প্রধান শাহজাহান ও জিয়াউর ছাড়াও অনত্মত আরো ২০ জন আহত হয়। প্রত্যড়্গদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে রসুনচক এলাকার একটি বাগানের প্রায় ২০ মন আম নষ্ট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে।
স'ানীয়রা জানান, বিনোদপুরের শাহজাহান আলী ও জিয়াউর রহমানের মধ্যে মাদক ব্যবসার টাকা নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে বিকেলে উভয় পড়্গ লাঠি সোটা,ইট পাটকেল ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ককটেলের আঘাতে বিবদমান দু’গ্রম্নপ প্রধান শাহজাহান ও জিয়াউর ছাড়াও অনত্মত আরো ২০ জন আহত হয়। প্রত্যড়্গদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে রসুনচক এলাকার একটি বাগানের প্রায় ২০ মন আম নষ্ট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে।