শিবগঞ্জে যৌতুন না পেয়ে গৃহবধুকে পিটিয়ে হত্যা
পুলিশ ও স'ানীয়রা জানায়, শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের শরিফ উদ্দীনের মেয়ে ববিতার সঙ্গে ঝাউবোনা গোবিনপুর গ্রামের রম্নবেল আলী (২৮) এর বিয়ে প্রায় আড়াই বছর আগে। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের একটি সনত্মান রয়েছে। ববিতার পিতা শরিফ উদ্দীন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় নির্যাতন করতো ববিতার স্বামী, শাশুড়ি ও ননদ। কয়েক দফা যৌতুন নেয়ার পর আবারও একটা গলার সোনার চেইন ও একটি বাই সাইকেলের দাবি করে তারা। চেইন ও সাইকেল আনতে অস্বীকার করায় মঙ্গলবার তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়।
শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, স'ানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস'লে গিয়ে ববিতার ঝুলনত্ম লাশ উদ্ধার করে। এ ঘটনায় ববিতার শাশুড়ি নাজিরা বেগম ও ননদ নাসরিন বেগমকে আটক করে। তবে, ঘটনার পর থেকে রম্নবেল পলাতক রয়েছে। এসআই আজাদ বলেন, ‘ এঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে’।