বর্ণাঢ্য আয়োজনে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলড়্গে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ প্রফেসর সুলতানা রাজিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারম্নল ইসলাম তরম্ন। এসময় শুভেচ্ছা জানান, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাহবুবুর রহমান্ মিন্টু, মনিরম্নল ইসলাম বাদল, মাহবুবুল আলম, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার, রফিকুল আলম, আশরাফুল ইসলাম রঞ্জু, ইমতিয়ার ফেরদৌস সুইট, ফয়সাল মাহমুদ, মনোয়ার হোসেন জুয়েল, এম এ মাহবুব, জোহরম্নল ইসলাম, আব্দুর রব নাহিদ, আসাদুলস্নাহ, কলেজ শিড়্গক শামসুজ্জামান, সমাজকর্মী আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক। বক্তারা এনটিভি’র বস'নিষ্ঠ সংবাদ ও সৃষ্টিশীল নান্দনিক অনুষ্ঠানমালার প্রশংসা করেন। তারা বলেন, ‘ এখন বেশ কিছু টিভি চ্যানেল এসেছে। সবাই তাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করছে। ভালই করছে। তবে এখন সংবাদের বস'নিষ্ঠতার জন্য একটি টিভি চ্যানেলের সংবাদ দেখলেই হয়না। আরো দু’ একটি টিভি’র সংবাদ দেখতে হয়। আর সংবাদের সত্যতা ও বস'নিষ্ঠতার উৎসে যেতে হলে এনটিভি দেখা দরকার’।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যড়্গ প্রফেসর সুলতানা রাজিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারম্নল ইসলাম তরম্ন। এসময় শুভেচ্ছা জানান, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাহবুবুর রহমান্ মিন্টু, মনিরম্নল ইসলাম বাদল, মাহবুবুল আলম, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার, রফিকুল আলম, আশরাফুল ইসলাম রঞ্জু, ইমতিয়ার ফেরদৌস সুইট, ফয়সাল মাহমুদ, মনোয়ার হোসেন জুয়েল, এম এ মাহবুব, জোহরম্নল ইসলাম, আব্দুর রব নাহিদ, আসাদুলস্নাহ, কলেজ শিড়্গক শামসুজ্জামান, সমাজকর্মী আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক। বক্তারা এনটিভি’র বস'নিষ্ঠ সংবাদ ও সৃষ্টিশীল নান্দনিক অনুষ্ঠানমালার প্রশংসা করেন। তারা বলেন, ‘ এখন বেশ কিছু টিভি চ্যানেল এসেছে। সবাই তাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করছে। ভালই করছে। তবে এখন সংবাদের বস'নিষ্ঠতার জন্য একটি টিভি চ্যানেলের সংবাদ দেখলেই হয়না। আরো দু’ একটি টিভি’র সংবাদ দেখতে হয়। আর সংবাদের সত্যতা ও বস'নিষ্ঠতার উৎসে যেতে হলে এনটিভি দেখা দরকার’।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে।