সীমান্তে আটক হলো ১২ লিটার ফরমালিন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্তে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার সময় বিজিবি’র হাতে ধরা পড়েছে ১২ লিটার ফরমালিনসহ বিপুল পরিমাণ বিদেশী মদ। রোববার ভোর রাতে ফরমালিন ও মদ আটক হলেও কোনই চোরাকারবারি ধরা পড়েনি।
৯ বিজিবি’র উপ অধিনায়ক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাখরআলী বিওপির নায়েক সুবেদার রউফের নেতৃত্বে বিজিবি’র একটি দল পদ্মা নদীর ৮ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদসদের উপসি'তি টের পেয়ে চোরাকারবারীরা ৫টি বস-া ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস'ায় বসত্মা তলস্নাশী চালিয়ে ২’শ মিলিগ্রাম ওজনের ৬০ প্যাটেক ভারতীয় ফরমালিন এবং ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফরমালিন ও মদের আনুমানিক মূল্য ১লক্ষ ১৭ হাজার টাকা। আটক হওয়া মালামাল চাঁপাইনবাবগঞ্জ মাদক অফিসে জমা দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফরমালিন নিয়ে দেশজুড়ে হৈচৈ পড়া ফরমালিন সীমানেত্ম আটকের ঘটনায় মানুষের মাঝে নতুন করে আত্মংক সৃষ্টি করেছে।
৯ বিজিবি’র উপ অধিনায়ক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাখরআলী বিওপির নায়েক সুবেদার রউফের নেতৃত্বে বিজিবি’র একটি দল পদ্মা নদীর ৮ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদসদের উপসি'তি টের পেয়ে চোরাকারবারীরা ৫টি বস-া ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস'ায় বসত্মা তলস্নাশী চালিয়ে ২’শ মিলিগ্রাম ওজনের ৬০ প্যাটেক ভারতীয় ফরমালিন এবং ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফরমালিন ও মদের আনুমানিক মূল্য ১লক্ষ ১৭ হাজার টাকা। আটক হওয়া মালামাল চাঁপাইনবাবগঞ্জ মাদক অফিসে জমা দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফরমালিন নিয়ে দেশজুড়ে হৈচৈ পড়া ফরমালিন সীমানেত্ম আটকের ঘটনায় মানুষের মাঝে নতুন করে আত্মংক সৃষ্টি করেছে।