সাঁতার প্রতিযোগিতায় উদয় সংঘ দলগত চ্যাম্পিয়ন
জেলা সাঁতার প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার সমপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় চরজোতপ্রতাপ উদয় সংঘ দলগত চ্যাম্পিয়ন এবং ত্রিবেনী সেবা সংঘ দলগত রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। দিনব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের
প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, সাঁতার কমিটির সম্পাদক বদিউজ্জামান বুধু প্রমুখ। প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে একশজন সাঁতারু অংশগ্রহণ করেন।