শেষ হলো দু’দিনের শিশু মেলা
“ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে---” এমন মিষ্টি মধুর ভাটিয়ালি গানের সুরে মন চলে যায় সেই ফেলে আসা গহীন অতিতে। যখন নদী মাতিৃক এই দেশের বহতা নদীর বুকে পাল তুলে কিংবা দাঁড় টেনে মাঝি গাইতেন এরকম অংশখ্য গান সেই সাথে বাঁশের বাঁশির সুর ভাসিয়ে নিয়ে যেত দুর থেকে দুরে। কিন্তু হালে আর এ ধরণের গান তেমন শোনা যায়না। কিন্তু কি আর করা ফ্রতিযোগিতার বিষয় গাইতেই হবে। আর তাই গোমস্তাপুরের ছোট্র মেয়ে ‘নাইস’ গাইলো সেই অমর গান “ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে---”। শ্রোতাদের মনও ভরে গেল। এমন অনেক গানই প্রতিযোগিতায় ছিল। আরো অনেকেই এমন গান পরিবেশন করে বিচারকদের মন জয় করেছে।
চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনের শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে এইসব গান প্রতিযোগিতার বিষয় হিসেবে পরিবেশন করা হয়।
উৎসবে অংশগ্রহণ করে জেলা প্রশাসক নির্বাচিত সদর উপজেলা দল মহানন্দা সঙ্গিত নিকেতন, গোমস্তাপুর উপজেলার সূর্য দিগন্ত শিল্পী গোষ্ঠী, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের শিশু শিল্পীরা। এ ছাড়া উৎসবের প্রথম দিন শিশুদের চিত্রাংকন, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক সঙ্গিত ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদ সাটু হলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, স্কউট ব্যক্তিত্ব মুসফিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।
মেলায় শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টলে শিশু বিষয়ক বিভন্ন উপকরণ প্রদর্শনের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনের শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে এইসব গান প্রতিযোগিতার বিষয় হিসেবে পরিবেশন করা হয়।
উৎসবে অংশগ্রহণ করে জেলা প্রশাসক নির্বাচিত সদর উপজেলা দল মহানন্দা সঙ্গিত নিকেতন, গোমস্তাপুর উপজেলার সূর্য দিগন্ত শিল্পী গোষ্ঠী, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের শিশু শিল্পীরা। এ ছাড়া উৎসবের প্রথম দিন শিশুদের চিত্রাংকন, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক সঙ্গিত ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদ সাটু হলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, স্কউট ব্যক্তিত্ব মুসফিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।
মেলায় শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টলে শিশু বিষয়ক বিভন্ন উপকরণ প্রদর্শনের আয়োজন করা হয়।