দুইদিনব্যাপী শিশু আনন্দ মেলা

চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বৃহস্পতিবার সকালে এই মেলা ও উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ।
মেলার উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, দেশাত্মবোধক সংগীত ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের মেলায় শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টলে শিশু বিষয়ক বিভন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

,