নাচোলে শিক্ষকদের বার্ষিক সভা ও জনপ্রতিনিধিদের সংবর্ধণা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)‘র বার্ষিক সভা, মৃত শিক্ষক পরিবারসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধণা দেওয়া হয়েছে।
নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। বাশিস নাচোল উপজেলা সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী মুন্নি,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান,খ,ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২জন প্রয়াত শিক্ষক পরিবারসহ ৬জন অবসর প্রাপ্ত শিক্ষককে ২লাখ টাকার চেক হস্তান্তর করা হয় ।
একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের,ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী মুন্নিকে সংবর্ধণা দেয়া হয়।