শুরু হয়েছে ভলিবল লীগ
চাঁপাইনবাবগঞ্জে ভলিবল লীগ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ভলিবল লীগ কমিটির সভাপতি সালেখ রেজা। উদ্বোধনী খেলায় কানসাট ক্লাব ২-০ গেমে সবুজ সংঘকে হারিয়ে জয় লাভ করে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই লীগে ২১টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, নির্বাহী সম্পাদক আজিজুল হক, বাবুল ইসলাম, সেলিম শুকরানা পুটু, ভলিবল লীগ কমিটির সম্পাদক হুমায়ন কবির লুকু, সাধারণ পরিষদ সদস্য সালামত হোসেন, জালাল উদ্দীন, শহিদুল হক সুয়েল।