পল্লী বিদ্যূৎ অফিসের ক্ষতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শনিবার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলানয়তনে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতি (আরইবি)’র উন্নয়ন ও পরিকল্পণা পরিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসান শাহনেওয়াজ, সহকারী জেনারেল ম্যানেজার (জি.এস) প্রকৌশলী মেহেদী হাসান, সহকারী জেনারেল ম্যানেজার (এম.এস) প্রকৌশলী গোলাম সারওয়ারসহ অন্যান্যরা। সভায় ক্ষতিগ্রস্থ ৩৫জন কর্মকর্তা ও কর্মচারীকে ৪০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষণার দিন কানস্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়।