ঐক্যবদ্ধভাবে আ’লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান লিটনের

কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে উপজেলা নির্বাচনে  আমাদের প্রার্থীদের জিতিয়ে আনার কোন বিকল্প নেই। তিনি বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল, সহ-সভাপতি রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট সামসুল হক প্রমুখ।

,