ভারত থেকে ৪ বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত আনা হয়েছে

ভারতে চলে যাওয়া ১ যুবকসহ ৪ বাংলাদেশি শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ‘র মাধ্যমে ফেরত আনা হয়েছে। বুধবার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে তাদের ফেরত দেয়া হয় । ফেরত আসা বাংলাদেশিরা হলো, রাজশাহী জেলার পবা থানার চরমাজার দরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ আলী (১৪), বোয়ালিয়া থানার সপুরা মহল্লার ইকবাল হোসেনের ছেলে হিমন ওরফে ইমান (১৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল জাব্বার (১৯) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরসানন্দা উত্তর নয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে রিপা খাতুন (১৩)। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আনন্দ আশ্রমের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় তাদের ফেরত আনা হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী এ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশি জানান, ফেরত আনা এক যুবকসহ ৪ শিশুর মধ্যে মাসুদ দেড়বছর আগে, হিমন ও জাব্বার ৩ বছর আগে এবং রিপা গত ৫ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সেদেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে। পরে তাদেরকে বহরমপুর আনন্দ আশ্রমের হেফাজতে রাখা হয়। বুধবার  দুপুর ১২টার দিকে ভারতের মালদহ জেলার মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফ’র মাধ্যমে বাংলাদেশের সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করেন। এসময় ভারতীয় বিএসএফ, ইমিগ্রেশন এবং বাংলাদেশের বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ফেরত আসা এই চার বাংলাদেশিকে সমিতির হেফাজতে রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।