নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও স্থানীয় জনপ্রতিনিদের নিয়ে আলোচনা

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, ৯ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোঃ বজলুল হক, উপজেলা পরিষদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লে. আব্দুল হামিদ, সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালেদ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র রায়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ। সভায় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনাা করা হয়। আলোচনা সভায় নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিদ্যালয় প্রধান ও অফিস প্রধানগন উপস্থিত ছিলেন।