মুক্তিযোদ্ধা লালু মারান্ডির পরলোক গমন
জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর গ্রামের আদিবাসী মুক্তিযোদ্ধা লালু মারান্ডি পরলোক গমন করেছেন। গত রাতে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা দান শেষে ওই গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শিলাব্রত কর্মকার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজিসহ অন্যান্যরা।