প্রাণিসম্পদ বিষয়ে প্যারাভেট প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গত রোববার ও সোমবার প্রাণিসম্পদ বিষয়ে  স্বেচ্ছা সেবীদের প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এসেডো, নদী ও জীবন-২ প্রকল্প আয়োজিত কর্মশালায় সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নের ১১ জন প্যারাভেট স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
শহরের শিবতলা এলাকায় এসেডোর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এপ্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এটিএম ফজলুল কাদের মল্লিক ও সদর উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। পশু সম্পদ লালন-পালন, গরু মোটাতাজা করণ, হাস মূরগী লালন-পালন পদ্ধতি, গরু-ছাগল  হাস মুরগীর প্রতিষেধক হিসেবে টিকা প্রদানসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এসেডোর নির্বাহী পরিচালক, কৃষিবিদ মো. রবিউল আলম, জবস বাংলাদেশ’র টেকনিক্যাল অফিসার ডা. মো হারুন-অর-রশিদ। এসেডো নির্বাহী পরিচালক কৃষিবিদ রবিউল আলম জানান, নদী ও জীবন-২ প্রকল্পের মাধ্যমে অন্যান্য কর্মসূচির পাশাপাশি চরের প্রাণিসম্পদের লালন-পালন বিষয়ে কাজ করা হচ্ছে। কিন্তু সেখানে প্রাণি সম্পাদ লালন-পালনের ক্ষেত্রে ঠিকমত চিকিৎসা সেবা পাওযা যায়না। তাই প্রাণিসম্পদ রক্ষণাবেক্ষণে স্থানীয় পর্যয়ে প্যারাভেটদের দক্ষতা উন্নয়ন জরুরী। সেকারণেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীরা এখন থেকে ওই দু’টি ইউনিয়নে সরকারি সেবার পাশাপাশি তারা সেবা প্রদান করবেন।