১৯২০ বোতল ফেন্সিডিল আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৯২০ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ হাসান (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক হাসান একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রোববার সন্ধায় সংবাদ সম্মেলনে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় র‌্যাব।
এসময় আব্দুস সামাদ, তেজামুল হক ও মাহিদুল ইসলাম নামে তিন ব্যক্তির বাড়ি থেকে ১৯২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিকরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তেজামুলের বাড়ি থেকে আটক করা হয় মোহাম্মদ হাসানকে।  এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।