আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকিকে নারী দিবসে সম্মাননা

আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী নারী নেত্রী বিচিত্রা তিরকিকে আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউনক্লাবে জাগো নারী বহ্নিশিখা আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। আয়োজনের সহযোগি সংগঠন হিসেবে প্রথম আলো বন্ধুসভার পক্ষে সাঈদ মাহমুদ ও সোনিয়া খাতুন ফুল তুলে দেন তাঁর  হাতে।
জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করে স্বামীর বেদখল হয়ে যাওয়া ৪৮ বিঘা জমি উদ্ধার করেছেন বিচিত্রা তিরকি। এছাড়াও যেখানেই আদিবাসী নির্যাতিত ও নিপীড়িনের শিকার হয় সেখানেই প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে শনিবার প্রথম আলোয় ‘আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর বিচিত্রা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।  
চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, মনসুরা বেগম, ফারুকা বেগম, বিচিত্রা তিরকি, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
অনুষ্ঠানে নির্যাতনের শিকার মেয়ের আত্মহত্যার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সদর উপজেলার আমারক গ্রামের সবিতা রানি।

,