চাঁপাইনবাবগঞ্জে ফেব্র“য়ারি মধ্যেই চালু হচ্ছে থ্রি জি
নিজস্ব প্রতিবেদক
এই বছরের ফেব্র“য়ারি মাসের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে চালু হচ্ছে
বহুপ্রত্যাশিত মোবাইল নেটওয়ার্ক থ্রি জি। বুধবার চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের নবরূপে
যাত্রা অনুষ্ঠানে এই তথ্য জানান জেলা প্রশাসক সরদার সরাফত আলী। তিনি জানান,
চাঁপাইনবাবগঞ্জের ইন্টারনেটের ধীরগতি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন
বা বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বিটিআরসি কর্তৃপক্ষ আগামী ফেব্র“য়ারির
মধ্যেই জেলায় থ্রি জি সেবা চালু হবে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, থ্রি জি চালু
হলে জেলায় ইন্টারনেট বিভ্রাট কেটে যাবে। পাশাপাশি তথ্য প্রযুক্তির দুনিয়ার নতুন
দুয়ার খুলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক আরো বলেন,
চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নিউজ সাইট নিয়মিত সংবাদ প্রকাশ করছে, এটা নিঃসন্দেহে
গর্বের বিষয়। চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের আরো সাফল্য কামনা করেন তিনি।