নবরূপে যাত্রা শুরু
চাঁপাইনবাবগঞ্জের সংবাদভিত্তিক প্রথম ওয়েব সাইট চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকম নতুন আঙ্গিকে আজ থেকে যাত্রা শুরম্ন করেছে। বছরের প্রথম দিনে জেলা প্রশসকের সম্মেলন কড়্গে এই উপলড়্গে আয়োজিত শুভ নবরূপে যাত্রা আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের সম্পাদক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি করেজের অধ্যড়্গ সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ডাবলু কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপসি'ত ছিলেন, সমাজ সেবক নঈমুল বারী, মনিম উদ দৌলা চৌধুরী, খাবির উদ্দীন, রেডিও মহানন্দার সিইও হাসিব হোসেন, সাংবাদিক তসলিম উদ্দীন, আনোয়ার হোসেন দিুল, আজিজুর রহমান শিশির, নাসিম মাহমুদ, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম, রফিকুল আলম, রবিউল হাসান ডলার, এম এ মাহবুব, আশরাফুল ইসলাম রঞ্জু, মনোয়ার হোসেন জুয়েল, আনোয়ার হোসেন, সাজেদুল হক সাজু, কামাল শুকরানা, শহিদুল হক সুয়েল, জহুরম্নল ইসলাম, আব্দুস সালাম তালুকদার, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুর রব নাহিদ, মাহবুব ইসলাম ইমন, আসাদুলস্নাহ, রেডিও মহানন্দার মইন আহম্মেদ, বে সরকারি সংস'া জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ ডটকমের বার্তা সম্পাদক ফয়সাল মাহমুদ।
প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে প্রায় তিন বছর আগে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে ছোট্ট পরিসরে পথচলা শুরম্ন হয় চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের। উত্তরপ্রানেত্ম প্রতিড়্গণ সেস্নাগান নিয়ে জেলা এবং জেলার বাইরের সব সংবাদ নির্ভুলভাবে প্রকাশ করছে এই গণমাধ্যমটি। দৈনন্দিত সংবাদ পরিবেশনের পাশাপাশি ফিচার, জেলার ঐহিত্য ও সংস্কৃতি নিয়ে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের সম্পাদক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি করেজের অধ্যড়্গ সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোসত্মফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ডাবলু কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপসি'ত ছিলেন, সমাজ সেবক নঈমুল বারী, মনিম উদ দৌলা চৌধুরী, খাবির উদ্দীন, রেডিও মহানন্দার সিইও হাসিব হোসেন, সাংবাদিক তসলিম উদ্দীন, আনোয়ার হোসেন দিুল, আজিজুর রহমান শিশির, নাসিম মাহমুদ, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম, রফিকুল আলম, রবিউল হাসান ডলার, এম এ মাহবুব, আশরাফুল ইসলাম রঞ্জু, মনোয়ার হোসেন জুয়েল, আনোয়ার হোসেন, সাজেদুল হক সাজু, কামাল শুকরানা, শহিদুল হক সুয়েল, জহুরম্নল ইসলাম, আব্দুস সালাম তালুকদার, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুর রব নাহিদ, মাহবুব ইসলাম ইমন, আসাদুলস্নাহ, রেডিও মহানন্দার মইন আহম্মেদ, বে সরকারি সংস'া জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ ডটকমের বার্তা সম্পাদক ফয়সাল মাহমুদ।
প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে প্রায় তিন বছর আগে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে ছোট্ট পরিসরে পথচলা শুরম্ন হয় চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকমের। উত্তরপ্রানেত্ম প্রতিড়্গণ সেস্নাগান নিয়ে জেলা এবং জেলার বাইরের সব সংবাদ নির্ভুলভাবে প্রকাশ করছে এই গণমাধ্যমটি। দৈনন্দিত সংবাদ পরিবেশনের পাশাপাশি ফিচার, জেলার ঐহিত্য ও সংস্কৃতি নিয়ে নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে।