সোনামনি পাঠশালা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. নাজনীন

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৫কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় চা বিক্রেতা রফিকুল ইসলামের গড়া সোনামনি পাঠশালা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন । সোমবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বিদ্যালয়টির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিদ্যালয়ের ৫০ জন শিার্থীর মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য গত ২২ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডট কমে ও দৈনিক আলোকিত বাংলাদেশে’র সুসংবাদ প্রতিদিন পাতায় ‘‘শিক্ষার আলো জ্বালাতে চা বিক্রেতা রফিক গড়েছেন পাঠশালা’’ শিরোনামে একটি ফিচার প্রকাশিত হয়। এর পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের নজরে আসে চা বিক্রেতা রফিকের সোনামনি পাঠশালা।
সোনামনি পাঠশালার শিক্ষক মরিয়ম আক্তার জানান, সংবাদ প্রকাশের পর অনেকেই আমাদের স্কুলটির খোঁজখবর নিচ্ছেন। তিনি আরো জানান ঢাকা সাভারের নুরুল ইসলাম নামে ব্যক্তি প্রতিমাসে শিক্ষককে ৫’শ টাকা হারে সহযোগিতার কথা বলেছেন।