শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্ট
চাঁপাইনবাবগঞ্জে স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসাবে টুনামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, মশিউর রহমান মিটু, শেখ আহসান হাবীব মিন্টুসহ অনান্যরা। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের টুনামেন্টে জেলার ৮টি স্কুল অংশ নিচ্ছে। এদিকে,উদ্বোধনী খেলায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় ১৫৭ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করেছে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ।