নাচোলে কাবাডি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ


নাচোলে উপজেলা পর্যায়ে অনুর্ধ ১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা, পুরুস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুর্ধ ১৬ বালকদের কাবাডি খেলায় বিজয়ী  হয়েছে বিএম ফাজিল মাদ্রাসা দল এবং বিজিত হয়েছে হাটবাকইল উচ্চ বিদ্যালয় দল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজাহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি নাচোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা তালুকদার (রুমি) বিজয়ী এবং বিজিত দলের হাতে ক্রেস্ট, পুরুস্কার ও সনদপত্র তুলে দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম ও আলাউদ্দিন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য হাসান আলী।

,