চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থীকে প্রতিক সম্বলিত পত্র তুলে দেন।
১৬ জন প্রার্থীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলী (দাঁড়ি পাল্লা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম (হাতপাখা) ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন (লাঙ্গল) প্রথীকে নির্বাচন করবেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম (ধানের শীষ),জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম (কাস্তে), ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল (হাতপাখা) ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ নিয়ে, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা নিয়ে, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান লড়বেন তারা প্রতীকে।
এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য বলেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ / নিজস্ব প্রতিবেদক / ২১ জানুয়ারি ২০২৬


